এবার রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতিতে "যদি তোর ডাক শুনে কেউ না আসে"

হাজারো কাজের মাঝে প্রতি বছরের মত এবছর ও রবীন্দ্র জয়ন্তী অনেক আনন্দেই পার করব আশা করি | শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানের জন্য শিল্পকলা কর্তিক গানটি নির্ধারন করে দেয়ায় আমি অনেক আনন্দিত | হয়ত আমাকে নিজে থেকে ঠিক করতে বললে ঠিক করতেই পারতাম না | গানটি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥ যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়-- তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥ যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়-- তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥ যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে-- তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥
< >