পরীক্ষার অপেক্ষায়

জীবনে যে আর কত পরীক্ষা আছে, তা জানা নেই | তবে আজ মনে হচ্ছে জিততেই হবে | নাহলে জীবনে কিছু একটা চরমভাবে miss করব |
হা, আজ আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা | এই ভর্তি প্রস্তুতির জন্য অনেক পড়েছি | কিন্তু ফল পাইনি বলে প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম | তাই মনে হয় কিছুদিন থেকে যাই পড়তেছি, তাই নতুন লাগছে |
সৃষ্টিকর্তার নিকট একটাই বায়না, আজকে যেন খুব ভাল পরীক্ষা দিতে পারি এবং জয়ী হতে পারি | আশা করি তিনি আমাকে ফিরিয়ে দেবেননা | কেননা তিনি আমার সবথেকে প্রিয় ||
< >

কোথাও আমার হারিয়ে যাওয়ার

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে! মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।

তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার– পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।

সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে– পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।।


পর্যায়ঃ নাট্যগীতি
তালঃ দাদরা
রাগঃ কৃতান
লেখাঃ ১৯৩৯
< >

এবার রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতিতে "যদি তোর ডাক শুনে কেউ না আসে"

হাজারো কাজের মাঝে প্রতি বছরের মত এবছর ও রবীন্দ্র জয়ন্তী অনেক আনন্দেই পার করব আশা করি | শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানের জন্য শিল্পকলা কর্তিক গানটি নির্ধারন করে দেয়ায় আমি অনেক আনন্দিত | হয়ত আমাকে নিজে থেকে ঠিক করতে বললে ঠিক করতেই পারতাম না | গানটি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥ যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়-- তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥ যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়-- তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥ যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে-- তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥
< >